সেবা ও ধাপ সমূহঃ-
ঋণ কার্যক্রমঃ-আবর্তক কৃষি ঋণ তহবিলঃ-
১। সদস্য কতৃক ঋণের আবেদন পত্র দাখিল।
২। প্রাথমিক সমিতির ম্যানেজিং কমিটি কতৃক ঋন অনুমোদনের রেজুলেশন ।
৩। উপজেলা কেন্দ্রীয় সমিতিতে উপজেল ঋন অনুমোদন কমিটির সভা ও সিদ্ধামত্ম।
৪। সিদ্ধামেত্মর অনুলিপিসহ ঋণ সংক্রামত্ম যাবতীয় কাগজপত্র জেলার উপপরিচালক এর নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরন।
৫।চূড়ান্ত অনুমোদনের পর চেকের মাধ্যমে ঋণ বিতরন।
৬। সাপ্তাহিক/ চূড়ান্ত ১ বৎসর মেয়াদে ঋণ আদায় এবং পুনরায় উক্ত সমিতিতে ঋণ বিতরন করা হয়।
পলস্নীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগীতা প্রদান।
উপকার ভোগী সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলায় বাসত্মবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচী বাসত্মবায়ন।
দরিদ্র জনগোষ্ঠীর সনির্ভরতা অর্জনের লক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে পূঁজি গঠনের সুযোগ সৃষ্টি।
উৎপাদন মুখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বাসত্মবায়ন কল্পে ঋণ মঞ্জুরী,বিতরন ও আদায় কার্যক্রম পরিচালনা।
আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পর পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহন
উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন।
ইপ্সিত জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত কল্পে উপজেলার সকল কার্যক্রম তদারকী ও পরীÿন।
উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতিগঠন মূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আমত্মঃবিভাগীয় সমন্বয় সাধন।
সদস্যদের উৎপাদিত শষ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করনের জন্য বাজারজাত করন কার্যক্রম পরিচালনা।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়ন কল্পে বৃ্ক্ষরোপন, স্যানিটেশন সহ নানা মুখী সম্প্রসারন মূলক কার্যক্রম পরিচালনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS